অ্যাড. শিউলি আখির লিপি

অ্যাড. শিউলি আখির লিপি

পেশায় একজন আইনজীবী। ১৯৮৪ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলাস্থ বাঞ্ছারামপুর থানার আকানগর গ্রামের গাজী বাড়িতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ, মাতা মঞ্জুফা আক্তার। দু'জনই পেশায় ব্যাংকার। স্বামী এ আর খান আখির একজন সফল ব্যবসায়ী। এক ছেলে ও এক মেয়ে নিয়ে তাদের সুন্দর/সুখী পরিবার। অ্যাডভোকেট শিউলি আক্তার লিপি- লিপি নামেই সমধিক পরিচিত। শিক্ষা জীবন শুরু নিজ গ্রামের প্রাইমারি স্কুল, সলিমগঞ্জ গার্লস স্কুল এবং সলিমগঞ্জ ডিগ্রি কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে কৃতিত্বের সাথে একাউন্টিং এ অনার্স সম্পন্ন করেন। পরবর্তীতে উত্তরা ইউনিভার্সিটি থেকে এল.এল.বি ডিগ্রি নেন। বর্তমানে এল.এল.এম অধ্যয়নরত রয়েছেন। পারিবারিক ব্যবসা দেখাশুনার পাশাপাশি একজন সহকারী আইনজীবি হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে গাজীপুর জজ কোর্টে প্র্যাকটিস করছেন এবং আমরা তার সার্বিক মঙ্গল কামনা করি।

অ্যাড. শিউলি আখির লিপি এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon